উত্তরদিনাজপুর

মদ পেতে নাজেহাল বন্ধ হল ৪৯ টি মদের দোকান

সুপ্রিম কোর্টের নির্দেশে ১ এপ্রিল থেকে জাতীয় ও রাজ্য সড়কের ধারে থাকা মদের দোকান বন্ধ করলো আবগারি দপ্তর। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ বেড়িয়েছে  জাতীয় সড়ক ও রাজ্য সড়ক থেকে ৫০০ মিটারের মধ্যে যে সমস্ত মদের দোকান রয়েছে সেই সব দোকান বন্ধ করতে হবে এবং এই মুহুর্তে ওই ব্যবসায়ীদের লাইসেন্স রিনিউয়াল বন্ধ থাকবে। এই নির্দেশ পাওয়া মাত্রই উত্তর দিনাজপুর জেলায় ৪৯ টি মদের দোকান বন্ধ করে দিয়েছে আবগারি দপ্তর। জেলা আবগারি দপ্তরসূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ১ এপ্রিল  থেকে উত্তর দিনাজপুর জেলার জাতীয় সড়ক বা রাজ্য সড়কের 220 মিটারের মধ্যে থাকা ইসলামপুর রেঞ্জের ১৯ টি এবং রায়গঞ্জ রেঞ্জের ৩০ টি মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে এই জেলায় আবগারি শুল্কের প্রায় ৮৫% - ৯০% শুল্ক ক্ষতি হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশে স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্থ মদ ব্যবসায়ী সহ কয়েক হাজার কর্মী।ব্যবসায়ীরা জানান তাদের যদি সরকার অন্যকোন ব্যবস্থা করে দেয় তাহলে  তারা যেমন উপকৃত হবে সেই সঙ্গে তাদের সাথে জড়িত শ্রমিকেরাও উপকৃত হবে।